কাউনিয়ার আঃ সাত্তার শ্রীপুর থেকে নিখোঁজ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী (পিয়ন) আঃ সাত্তার ঢাকায় চিকিৎসার জন্য গিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বালুরটেক থেকে গত ১৪দিন আগে নিখোঁজ হলেও পুলিশ তার কোন সন্ধান বের করতে পারেনি।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, কাউনিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য তালুক শাহবাজ আটানী গ্রামের বাসিন্দা
নুরুল মিস্ত্রীর পুত্র কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী আঃ সাত্তার স্ত্রী নাজমা ও এক সন্তানকে সাথে নিয়ে ঢাকার শ্রীপুরের বালুরটেক এলাকায় ভায়রা ভাই আঃ রাজ্জাকের বাসায় গত ৩০ডিসেম্বর গিয়ে ওঠে। সেখানে গিয়ে পরদিন খাওয়া দাওয়া সেরে ৩১ডিসেম্বর সকালে বাসা থেকে বাহিরে বের হয় এরপর সে আর ফিরে আসেনি। নিকট আত্বীয়-স্বজনসহ সম্ভাব্য সব জয়গায় খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছেনা। তাকে খুঁজে না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। যাহার জিডি নং ২১৮৭, তারিখ-৩১/১২/১৭ইং। আশুলিয়া থানার ওসি জানান, নিখোঁজ আঃ সাত্তারের সন্ধানে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে এবং বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।