এবার সহজেই পাওয়া যাবে ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় হাইকমিশন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্তের আলোকে প্রথমত, পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না।

তারা আগামী ২০ মে থেকে সিলেট, ময়মনসিংহ, বরিশাল আইভিএসিতে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। এসব আইভিএসিতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

দ্বিতীয়ত, পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে।

তৃতীয়ত, নতুন এ ব্যবস্থা চট্টগ্রামে গত বছরের ৯ জুলাই রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর মিরপুর-১০ এ ১০ অক্টোবর ঢাকা আইভিএসিতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ যা একইভাবে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসিতে চালু করা হচ্ছে।

চতুর্থত, এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *