এবার বলিউডে স্বজনপ্রীতির বিরুদ্ধে আনুশকা শর্মা
বলিউডে হরহামেশাই তর্ক-বিতর্ক লেগে থাকে স্বজনপ্রীতি নিয়ে। এর আগে স্বজনপ্রীতির বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের অনেক তারকা ও পরিচালক।
তার মধ্যে সবার ওপরে যার নাম তিনি হলেন- বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানওয়াত। সব সময়ই স্বজনপ্রীতির বিরুদ্ধে সরব থেকেছেন কঙ্গনা। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউডের আরেক অভিনেত্রী আনুশকা শর্মা।
তিনি বলেন, ‘স্বজনপ্রীতি নিয়ে অনেক কথাই হয়। আমি শুধু বলতে চাই যারা এই স্বজনপ্রীতিকে সমর্থন করেন তাদের বিরুদ্ধে সামিল হন। অভিনেতা বা স্টার কিডসদের বিরুদ্ধে নয়। আমি বাইরে থেকে এসেছি।’
তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আমার কারও সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এখানে অনেক ভালো পরিচালক এবং অভিনেতারা রয়েছেন, যারা আপনাকে কাজ শিখিয়ে দেবে। সব সময় আপনার সহায়তা করবে। মানুষ আপনার কাজকে সন্মান করবে।’