এবার পূজায় দেবী দুর্গা হয়ে আসবে রিক্তা
এস,বি সোহেল: বিনোদন প্রতিবেদক:
এবার পূজায় দেবী দুর্গা হয়ে আসবে রিক্তা এবার ভিন্ন চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা রিক্তা। সম্প্রতি দুর্গা পূজার জন্য নির্মিত “রাবনের মিনতি” টেলিফিল্মে এমন চরিত্রে অভিনয় করলেন তিনি। এই টেলিফিল্মে রিক্তার বিপরীতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। টেলিফিল্মের গল্পটি ‘রামায়ণ’ থেকে নেয়া হয়েছে। যেমন-রাবণ বধ ও রামের অকাল বোধন। কিন্তু শিল্প বোধে নাটকীয়তা আনা হয়েছে। এতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। আর দেবী দুর্গার চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। সহশিল্পী প্রসঙ্গে জানতে চাইলে অভিনেত্রী রিক্তা বললেন, আমার ক্যারিয়ার এর শুরু থেকে আমি সেলিম ভাই কে পাশে পেয়েছি।কোখনো বাবা চরিত্রে,কোখনো দুলাভাই কোখনো বা প্রেমিক, কিন্তু এই টেলিফিল্মে রাবণ চরিত্র রূপায়ন করেছেন শহীদুজ্জামান সেলিম। এছারাও বিভিন্ন চরিত্রে আমি তার সাথে অভিনয় করেছি।তিনি খুবই হেল্পফুল,গুণী, শক্তিমান একজন অভিনেতা এবং তিনি আমার খুব প্রিয় একজন মানুষ। টেলিফিল্মটির শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে বাংলাদেশের পত্রকে ফারজানা রিক্তা বলেন, দূর্গার সাজে যখন ক্যামেরা সামনে যাই তখন নিজেকে সত্যিই দুর্গা মনে হলো। কাজটা খুব ইনজয়ের সাথে করেছি। কারণ, নিজেকে ভাবতে পেরেছি দেবী দুর্গা হয়ে। এছারাও তিনি আরো বলেন, সুটিং এর মাঝে এক দিনে তিন বার আমাকে পুকুরে নামতে হয়েছে।প্রায় ২০ মিনিট করে গভীর পুকুরে শাড়ি পড়ে দেবী সাজে সাতাঁর কাটতে হয়েছে। আমার জন্য শিবের সামনে নৃত্য করা খুব কঠিন একটা বিষয় ছিল।তারপরেও কাজটা ভাল ভাবে শেষ করতে পেরেছি এটাই ভাল লাগা। টেলিফিল্মটিতে শহীদুজ্জামান সেলিম ও ফারজানা রিক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন সেজান, বিনয় ভদ্র, খায়রুজ্জামান টুটুল, শাহরিয়ার মোতালেব প্রমুখ। টেলিফ্লিম প্রসঙ্গে অভিনেত্রী ফারজানা রিক্তার সাথে কথা বলে জানা যাই যে, আসছে পূজায় হিন্দু ধর্মের দেবী দুর্গা রুপে সবার সামনে আবারও হাজির হচ্ছি ব্যাপার টা আমার কাছে খুব স্পেশাল। আমি এই কাজটা ইনজয় করে করেছি। নিজের সাধ্য মত চেষ্টা করেছি কাজটা ভাল ভাবে ফুটিয়ে তোলার জন্য। একেবারে ভিন্ন ধরনের গল্প আশা রাখছি দর্শকদের ভাল লাগবে। টেলিফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা এ,ডি. দুলাল।আসছে দুর্গাপূজায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচারিত হবে।