এবার চীনে ম্যাংখুতের আঘাত, আহত শতাধিক
চীনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে শতাধিক মানুষ আহত, বাতাসের প্রকোপে নড়তে দেখা গেছে আকাশচুম্বী ভবন, উড়ে গেছে কোন কোন ভবনের জানালা।
দেশের বিভিন্ন অংশে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
ফিলিপাইনে অন্তত ৩০ ব্যক্তির প্রাণ হরণ করেছে ম্যাংখুত। তবে ধারণা করা হচ্ছে, মূল ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। কেননা, যোগাযোগ ব্যবস্থা সচল না থাকায় গ্রামীণ অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে কোন পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। আবহাওয়াবিদদের মতে, চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হচ্ছে ম্যাংখুত।
এদিকে, হংকংয়ে স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটার গতিবেগে বইছে ঝড়।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতের সংখ্যা ইতিমধ্যেই ১১১ জনে পৌঁছেছে। পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে ৩.৫ মিটার। রাস্তায় ওঠে এসেছে জ্যান্ত মাছ।
আপাতত বন্ধ রয়েছে সব দোকান-পাট ও জনসেবা। বাতিল করা হয়েছে ৮০০’র বেশি ফ্লাইট।