এবারের ঈদে শাকিব খানের একক আধিপত্য
বরাবরের মতো এবারের ঈদেও আধিপত্য থাকবে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের। তার অভিনীত তিনটি ছবি রয়েছে মুক্তির তালিকায়। যদিও শেষ পর্যন্ত একটি ছবি আসতে পারে বলে জানা গেছে। ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে ‘সুপার হিরো’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘পাংকু জামাই’। এর মধ্যে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সেন্সর সনদ পেয়ে গেছে।
ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে এমনটি প্রায় নিশ্চিত করেই জানিয়েছেন প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তবে ভারতীয় ছবি না আসায় এবারের ঈদে দুই সেরার লড়াই দেখতে পারছেন না দর্শক। থাকছে শাকিব খানের একক আধিপত্য।
তবে শাকিব খানের সঙ্গে টিভি মুখ সিয়াম আহমেদের ‘পোড়ামন-টু’ ছবিটিও মুক্তি পাচ্ছে। শাকিবের ছবির সঙ্গে তার ছবিটিও দর্শকরা কতটা গ্রহণ করেন সেটিই এখন দেখার বিষয়।