এখনও বইছে শৈত্যপ্রবাহ – ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগ

সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও বইছে শৈত্যপ্রবাহ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত রোগ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশে শীতের প্রকোপ এখনো কমেনি। কোথাও কোথাও সূর্যের দেখাই মিলছে না।

পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে ঘরের বাহির হচ্ছেন না অনেকে।

এক সপ্তাহ ধরে রাজশাহীতে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তাপমাত্রা কিছুটা বেড়েছে কিন্তু দুর্ভোগ কমেনি।

সর্ব উত্তরের জেলা লালমনিরহাটে ঘন কুয়াশার পাশাপাশি রয়েছে তীব্র ঠান্ডা। বিপদে আছে তিস্তা ও ধরলাপাড়ের পরিবারগুলো।

এক সপ্তাহে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে সতশো রোগী।

তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে মাহসড়কে যান চলাচল। শিডিউল বিপর্যয় হচ্ছে ট্রেন ও বিমান চলাচলে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *