এক ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, আজ শনিবার সকাল আটটা থেকে এ পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল আটটার দিকে হঠাৎ করে ঘন কুয়াশার সৃষ্টি হয়। এরপরই ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দিতে হয়। সকাল সোয়া নয়টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ছোট-বড় ফেরি মাঝ নদীতে আটকে থাকে।
স্থানীয় সূত্র জানায়, এখন দুই ঘাটে বড় ধরনের কোনো যানজট নেই। ট্রাকের সংখ্যা বেশি থাকলেও যাত্রীবাহী বাসের সংখ্যা খুব বেশি নেই।