এই ঈদে আসছে মোশাররফ করিমের “চাঁদের চাঁদা”

এস,বি সোহেল

এই ঈদে আসছে মোশাররফ করিমের “চাঁদের চাঁদা”  এবার ভিন্ন চরিএে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে বর্তমানে তিনি রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে। বিশেষ দিবসের পাশাপাশি ঈদ উৎসবের নাটকগুলোতেও তাকে দেখা যায় হাস্যরসাত্নক চরিত্রে যা দর্শকদেরকে বিনোদিত করে। এবার আসছে ঈদেও টিভির পর্দার বেশকিছু নাটকে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। গত ১৪ তারিখ রাজধানীর সাভারে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটকের অভিনয় করেন মোশাররফ করিম। টানা চারদিন শুটিংয়ের পর শেষ হয়েছে নাটকটির কাজ। চাঁদের আলো ক্ষীণ মনে হলেও এই আলোতেই মানুষ দুঃখ ভুলে সুখ খুঁজে। মানুষরূপী চাঁদও তার অন্তরের ভালোবাসার আলো দিয়ে মানুষের মন জয় করে। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটকটি যেখানে চাঁদ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকটিতে অন্যান্য চরিএে আরো অভিনয় করেছেন রহমত আলী,ফারুক আহাম্মেদ,মাইনুল ইসলাম টিপু,রুবিনা রেজা জুঁই,হান্নান শেলী,সানজিদা তন্নি,তমাল মাহামুদ,মাসুম রেজা সহ আরো অনেকে। নাটক প্রসঙ্গে অভিনেতা মাইনুল ইসলাম টিপুর সাথে কথা বলে জানা যাই যে,তিনি এই কাজটি নিয়ে ভীষণ আশাবাদী।অনেক ভাল লাগার কাজ গুলোর মধ্যে অন্যতম ছিল।তিনি সামনে আরো ভাল কিছু কাজ দর্শকদের উপহার দিতে চান। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন।

j-thirteen

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *