ঈদের পর দেশের তারুণ্যের জন্য ‘চমক’ নিয়ে আসছেন তাজ
ঈদের পর দেশের তারুণ্যের জন্য ‘চমক’ নিয়ে আসছেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ ।
গতকাল ফেসবুকে তেমনি এক স্ট্যাটাসে প্রকাশ করে যুবসমাজের জন্য কিছু করার আভাস দেন তিনি। তবে কী করতে চান তা প্রকাশ করেননি।
বিকাল ৩টার দিকে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কি-না। অনেক চিন্তা-ভাবনা করে একটা সমাধান পেয়েছি- ঈদের পর জানাবো!’ সোহেল তাজ বেশিরভাগ সময়ই দেশে থাকেন জানিয়ে ওই স্ট্যাটাসে আরো বলেন, ‘অনেকেই কমেন্ট করছেন যে আমার দেশে আসা উচিৎ- আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।’
সোহেল তাজের এই স্ট্যাটাস মুহূর্তেই কয়েক হাজার লাইক ও কমেন্ট পড়েছে। রাজনীতি-বিমুখ এই মানুষটিকে রাজনীতিতে ফিরে আসতে অনুরোধ করেছেন অনেকে। তরুণ ও যুবকদের মধ্যে তুমুল জনপ্রিয় প্রয়াত চার নেতার একজন তাজউদ্দীন আহমদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দীনের সন্তান সোহেল তাজের সেই চমকের জন্য ঈদ পর্যন্তই অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত।