ইসরাইল-ফিলিস্তিনকে সতর্ক করলেন ট্রাম্প!

ইসরাইল-ফিলিস্তিনের বর্তমান সংকট নিরসনে শান্তি আলোচনায় রাজি না হওয়ায় ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলকেও দোষারোপের পাশাপাশি সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসলাইলের প্রতি এটাই প্রথম দোষারোপ ।

এমনকি ইসরায়েলি বসতি ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে ‘জটিল’ করে তুলছে বলে সতর্ক করেছেন ট্রাম্প। ইসরায়েলকে বিষয়টি মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ইসরাইলের হাইয়ুম পত্রিকার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি

ট্রাম্প বলেন, ফিলিস্তিন এমনকি ইসরায়েল কেউই শান্তি স্থাপন করতে প্রস্তুত নয় বলে মনে হচ্ছে। ইসরাইলকে সমর্থন দেয়া ট্রাম্প দীর্ঘ কয়েকমাস পর এবার মুখ খুললেন, সমালোচনা করলেন ইসরাইলকে নিয়ে।

হাইয়ুম পত্রিকার প্রধান সম্পাদক বোয়াজ বিসমুথ ট্রাম্পের কাছে জানতে চান যুক্তরাষ্ট্র কখন শান্তি পরিকল্পনা পেশ করবে! এমন প্রশ্নে মিস্টার ইউএস প্রেসিডেন্ট বলেন, আমরা দেখব কি ঘটে। এ মুহূর্তে ফিলিস্তিন শান্তি স্থাপনের পথে নেই। আর কেবল তারাই নয়; ইসরায়েলের ব্যাপারেও আমার মনে হচ্ছে, তারা শান্তি স্থাপন করতে ইচ্ছুক না। সুতরাং, আমাদের কেবলই অপেক্ষা করে যেতে হবে আর দেখতে হবে কি হয়।

ট্রাম্প আরো বলেন, বসতি নিয়ে কথা বলব। বসতি স্থাপন এমন একটি বিষয় যেটি সবসময়ই শান্তি প্রক্রিয়াকে জটিল করেছে এবং খুবই জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেন ট্রাম্প। ফিলিস্তিনরা শান্তি আলোচনায় রাজি না হলে তাদেরকে সাহায্য বন্ধেরও হুমকি দেন ট্রাম্প।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *