ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের প্রতি এরদোগানের আহ্বান
ইসরাইল ও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
সোমবার ইসরাইলি স্নাইপারের গুলিতে ৬২ ফিলিস্তিনির প্রাণহানির পর ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে শুক্রবার তিনি এ আহ্বান জানান।
ওআইসির জরুরি ওই বৈঠকে এরদোগান বলেন, হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা পর্যন্ত ব্যাপক প্রতিবাদ দেখিয়েছে। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উদ্দেশে এরদোগান বলেন, ‘ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে গণহত্যার দায়ে ব্যবস্থা নিয়ে বিশ্বকে দেখাতে হবে যে, এখনও মানবতা মরে যায়নি।’