ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন
ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। রুশ বাহিনী ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনের কর্মকর্তারা। আজ শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে দেশটির রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়। বলা হয়, কিয়েভে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বানও জানানো হয়।
২০২২সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশদুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাতের পরিমাণ আরও বেড়েছে।