আলোচনায় বসতে যাচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়া
দুই বছরেরও বেশি সময় পর শীর্ষ পর্যায়ের আলোচনায় বসেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সকাল ১০টায় সীমান্ত গ্রাম পানমুনজমের পিস হাউজে এ বৈঠক শুরু হয়।
সোমবার বৈঠকের কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে পিয়ংইয়ংয়ের অংশগ্রহণ আলোচনার মূল বিষয়। এছাড়া আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ও বৈঠকে আলোচিত হতে পারে বলে জানিয়েছে সিউল।
২০১৫ সালে শেষ আলোচনায় বসে দুই পক্ষ। উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির সাথে একটি যৌথ অর্থনৈতিক প্রকল্প স্থগিত করে দেয় সিউল। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়।