আমরা কাউকে আক্রমণ করব না, আক্রান্ত হলে পাল্টা জবাব দেব – ওবায়দুল কাদের

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দণ্ড নিয়ে পাল্টপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করব না, আক্রান্ত হলে পাল্টা জবাব দেব। কাজেই উসকানিমূলক কোনো বক্তব্য দেবেন না।’
গতকাল সোমবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। কোথায় কোথায় এইসব চক্রান্তের বৈঠক চলছে আমরা জানি। পর্যবেক্ষণ করছি, খোঁজ-খবর আমাদের কাছে আছে। জনসমর্থন নেই বলে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আপনারা ঠাণ্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লার রহমতে কোনো অপশক্তি আমাদের বিজয়কে ঠেকাতে পারে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের সংযত থাকার আহ্বান জানান তিনি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *