আফগান তালেবানদের খতম করে দিতে হবে – ডোনাল্ড ট্রাম্প

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করে তালেবান। তালেবান জঙ্গিদের সাম্প্রতিক হামলাগুলোর সমালোচনা করে সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আফগান তালেবানের সঙ্গে কোনো আলোচনা নয় বরং তাদের শেষ করে দিতে হবে । আমাদের যা খতম করার কথা তা খতম করা হবে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও শত শত মানুষের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র শাহ হুসাইন মুর্তাজাউই বলেন, সরকার তালেবানকে আলোচনার টেবিলে আসতে উৎসাহ দিয়েছে। কিন্তু কাবুলে অ্যাম্বুলেন্স বোমা হামলা চালিয়ে তারা রেড লাইন ( চরম সীমা) অতিক্রম করেছে। শান্তির সুযোগ হারিয়েছে।

যদি যুদ্ধ শুরু হয় তবে তার উচিত জবাব দেওয়া হবে হুমকি দিয়ে বলেন, যদি আপনারা যুদ্ধ চাপিয়ে দেন তবে আমাদের মুজাহিদরা আপনাদের ফুল হাতে স্বাগত জানাবে না।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *