আফগানিস্তানের ঈদের জামায়াতে বোমা বিস্ফোরণঃ নিহত ২৬
আফগানিস্তানের নানগারহারে প্রদেশের বাতিকোট জেলায় একটি ঈদের জামায়াতে বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানের তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি ঈদের জামায়াতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। হতাহতের অধিকাংশই তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন।
গতকাল শনিবার আফগানিস্তানের নানগারহারে প্রদেশের বাতিকোট জেলায় এ ঘটনা ঘটে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে ৩ দিনের অস্ত্র বিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি সন্ত্রাসী গোষ্ঠীটি। এ হামলার কারণ এখনো অজানা।