আদিতমারীর সাপ্টীবাড়ী ইউনিয়নে জঙ্গিবাদ,সন্ত্রাস ও সাম্প্রায়িকতা বিরোধী সভা
বিডিপত্র ডেস্ক: লালমনিরহাট আদিতমারীর সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদ,সন্ত্রাস ও সাম্প্রায়িকতা বিরোধী এক মতবিনিময় সভা করেছে হেযবুত তওহীদ।
এতে প্রধান অতিথি ছিলেন সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাপ্টিবাড়ী শাখার সভাপতি মাসুম আহমেদ ও সাধারন সম্পাদক আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন,স্বপ্ন সিড়ি স্কুলের পরিচালক রেজাউল করিম সোহাগ। প্রধান আলোচক ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু। সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা শাখার সভাপতি একরামুল হক।
বক্তাগণ জঙ্গিবাদ,সন্ত্রাস, সাম্প্রায়িকতা,অপরাজনীতি,দূনীতি,দূবৃত্তায়ন সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সভায় ইউনিয়ন পরিষদ সদস্য,সদস্যা ,রাজনেতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,ব্যাবসায়ী ও হেযবুত তওহীদ এর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।