আজ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর

আজ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হচ্ছে। খবর: বিবিসি ও আল-জাজিরা

অবরোধ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বলেছেন, অর্থনৈতিক চাপে পড়ে ইরান নতুন পরমাণু চুক্তি করতে রাজি হবে।

২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর নতুন করে অবরোধ শুরু হচ্ছে। অবরোধের আওতায় আছে মার্কিন ডলার সংগ্রহে বিধি-নিষেধ, ধাতব জিনিসসহ অন্যান্য পণ্য রপ্তানি, কয়লা, শিল্প সংক্রান্ত সফটওয়্যার ও মোটরখাত।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই অবরোধ যারা মানবেন না তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘারিনি এবং ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা

এদিকে, গতকাল এক যৌথ বিবৃতিতে ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে অটল থাকার অঙ্গীকার করেছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *