আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান, ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্যে আজ চাঁদপুর সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ সকালে হেলিকপ্টারে জেলার হাইমচর উপজেলায় পৌঁছে সেখানে চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) অংশগ্রহণ করবেন তিনি। বিকালে চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আওয়ামী লীগ সভানেত্রী একই স্থান থেকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর এটা প্রথম চাঁদপুর সফর। এর আগে তিনি ২০১০ সালে চাঁদপুর সফর করেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলায় উত্সবের আমেজ সৃষ্টি হয়েছে। হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে। তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *