আক্কেলপুরে নিষেধাজ্ঞা সর্তেও অবৈধভাবে বালু উত্তলোনকালে ড্রেজিং মেশিন পুরিয়ে দিলেন নির্বাহী অফিসার


আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর সদরের ৮নং ওয়ার্ডের পশ্চিম মানিক পারা এলাকায় তুলশি গঙ্গা নদিতে ড্রেজার মেশিনের মাধ্যমে নিষেধাজ্ঞা সর্তেও অবৈধভাবে বালু উত্তলোন করে আসছিলেন অত্র এলাকার মৃত সমত মাষ্টারের পুত্র এম.এম ইসলাম বিটু। তিনি নিজেকে রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এই বালু উত্তোলন করে আসছিলেন। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার সালাহউদ্দিন আহমেদ ঘটনাটি জানতে পেরে কয়েকবার নিষেধ করা সত্বেও এম.এম ইসলাম বিটু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যহত রাখলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে বালু উত্তোলনকারি টের পেয়ে পালিয়ে যায়। অবশেষে নির্বাহী অফিসার এর নির্দেশক্রমে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন সরন্জামআদি আগুনে পুরিয়ে দেয়া হয় এবং উক্ত এম.এম ইসলাম বিটুকে দেখামাত্র গ্রেফতার করে জেলহাজতে প্রেরণসহ অর্থ দন্ডে দন্ডিত করা হবে বলে জানান।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *