আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে-মোতাহার হোসেন এমপি
জাহাঙ্গীর আলম রিকো, হাতিবান্ধা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার সবসময় দেশের উন্নয়নে কাজ করে। আর্ন্তজাতিক পর্যায়ে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি মিলেছে। এটা আওয়ামলিীগ সরকার ও শেখ হাসিনার প্রচেষ্টায় সম্ভব হয়েছে।শেখ হাসিনার দক্ষতায় এখন উন্নয়নের মহাসড়কে। দিনব্যাপি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় ১ কোটি ৫৬ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে ৩ কিলো ১শ’ মিটার দৈর্ঘ্য রাস্তা পাকাকরণ বিষয়ক উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচনকালে তিনি এসব কথা বলেন।এসময় নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কও সিদ্দিক শ্যামল ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।