তামিম আউট হাফসেঞ্চুরি করে
দুর্দান্ত ব্যাটিং করছিলেন তামিম ইকবাল চট্টগ্রাম টেস্টে। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার মারে ৫২ রান করে আউট হন তিনি। তামিম সাজঘরে ফেরার পর ওয়ানডাউনে ইমরুল কায়েসের সঙ্গে মুমিনুল হক যুক্ত হয়েছেন।
এর আগে আজ বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এই ম্যাচে টেস্টে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। তবে দলে নেয়া হলেও স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে জায়গা পাননি।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।