আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ১৮ জনের প্রাণহানি ও গৃহহীন শত শত মানুষ
আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে ও গৃহহীন হয়ে পড়েছে শত শত মানুষ। আইভরি কোস্টের স্বরাষ্ট্রমন্ত্রী সিদিকি দিয়াকাইট এ তথ্য নিশ্চিত করেছেন।
সিদিকি দিয়াকাইট জানান, রাজধানী আবিদজানে কয়েকদিন ধরে টানা প্রবল বর্ষণে হয়েছে। এ কারণে সোমবার থেকে আবিদজানে বন্যার সৃষ্টি হয়েছে।
তিনি জানান, এই বন্যার কারণে নিহত হয়েছে অন্তত ১৮ জন। অনেকের বাড়িঘর বন্যার পানিতে ভেসে গেছে। শত শত পরিবার গৃহহীন হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জরুরি সংস্থাগুলো উদ্ধারকাজ চালিয়েছে। পুরো অঞ্চলজুড়ে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ১১৫ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।