অক্ষয় কুমার আনন্দ পান ঘুষি খেয়েও!
রজনীকান্ত ভারতের দক্ষিণের মহাতারকা তিনি নাকি যা-ই করেন তা-ই নাকি অক্ষয়ের কাছে স্টাইলিশ মনে হয়। অক্ষয়ের সৌভাগ্য, জীবনের প্রথম তামিল ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন রজনীকান্তকে। রজনীর ঘুষিও নাকি উপভোগ করেন তিনি।
আগামী এপ্রিলে মুক্তি পাবে রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত তামিল ছবি ‘২.০’। এটি ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রোবট’ ছবির সিকুয়েল। তবে, নতুন ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের জায়গায় দেখা যাবে অ্যামি জ্যাকসনকে। অক্ষয় বলেন, ‘একদিন এই ছবির সেটে বসে আমরা পরবর্তী শট দেওয়ার অপেক্ষা করছিলাম। সেই মুহূর্তে রজনীকান্ত তাঁর প্যান্টে লেগে থাকা ধুলা ঝাড়লেন। আর আমরা পুরো ইউনিট হা করে তাঁর দিকে তাকিয়ে থাকলাম। তিনি সবকিছুই খুব স্টাইলের সঙ্গে করেন। আমি তাঁর ঘুষি খেতেও পছন্দ করি।’