ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাকরগাঁও প্রতিনিধি: ‘দরিদ্র শীতার্তদের পাশে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মোলানখুড়ি গ্রামে দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে ৩শ কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দৈনিক লোকায়ন পত্রিকার সম্পাদক মো. সাকের উল্লাহ, সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিং প্রমুখ। এসময় অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আল মাহমুদুল হাসান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক আব্দুল আউয়াল, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুজ্জামান সাজু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আরমান হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ।

হাতে কম্বল পেয়ে ৬০ বছরের বৃদ্ধ নজরুল ইসলাম বলেন, আইজকা (আজকে) অনেক বেশি ঠাণ্ডা নাগেছে বাহে। কোনো কামোত যাবা পারোনি। এই ঠান্ডাখানত তোমরা হামার গ্রামত আসেহেনে হামারলাক কম্বল দিলেন। আল্লাহ তোমারলার ভালো করুক।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ বলেন, মাঘের শীতে নাকি বাঘও পালায়। মাঘ আসেনি। তবে পৌষের শেষ দিকে শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াাশায় ঠাকুরগাঁওয়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে কষ্টে আছে এ জেলার দরিদ্র মানুষরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *