লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ সুপার ওভারে

 লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ সুপার ওভারে

লাহোরকে জেতাতে পারেননি মুস্তাফিজ সুপার ওভারে

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে ১২তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজ দল লাহোর কালান্দার্সকে জেতাতে পারলেন না। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে বল হাতে নিয়ে নিজ দলকে জেতাতে পারেননি ফিজ।

শারজাহ’তে প্রথমে ফিল্ডিং বেছে নেয় লাহোর কালান্দার্স। ব্যাটিং-এ নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২১ রান করে ইসলামাবাদ। দলের পক্ষে জিন পল ডুমিনি ৩৪ ও হুসেন তালাত ৩৩ রান করেন। লাহোরের পক্ষে ইয়াসির শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ফিজ।

জবাবে আগা সালমানের ৪৮ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ৩৪ রানের পরও ২ বল হাতে রেখে ১২১ রানে অলআউট হয় লাহোরও। ফলে ম্যাচটি টাই হয়। তাই সুপার ওভারে গড়ায় ম্যাচটি। সেখানে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর। ইসলামাবাদকে ১৬ রানের টার্গেট দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুরের হাতে বল তুলে দেয় লাহোর। কিন্তু এই এক ওভারে নিজেকে মেলে ধরতে পারেননি ফিজ। তার ওভারে দু’টি ছক্কা ও ১টি চার হাকাঁন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। তাই ম্যাচ হারের স্বাদ নেয় মুস্তাফিজের লাহোর। বাসস।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *