বিএনপির নেতারা একেক সময় একেক কথা বলেন – ওবায়দুল কাদের

বিএনপি নেতাকর্মী ও রাজনৈতিক দল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া গ্রেপ্তারের পর বিএনপি এলোমেলো হয়ে গেছে। বিএনপি নেতারা একেক সময় একেক কথা বলেন। তাদের নিজেদের মধ্যে কোনো মিল নেই।

গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাফর ইকবালের ওপর হামলায় আওয়ামী লীগের হাত আছে, এটা বাংলাদেশের কেউ বিশ্বাস করবে না। এ ধরনের কথা বললে বিএনপির ভোট ব্যাংকের ক্ষয় হবে। আওয়ামী লীগ জাফর ইকবালের ওপর হামলা করবে, এটা বিএনপির মিথ্যাচারের ভাঙা রেকর্ডের অংশ।

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নিজেরা নিজেদের সরিয়ে ফেলছে কি না, এটাই আমাদের সন্দেহ হচ্ছে।’ তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘আমরা তো জানতাম তারা নির্বাচনে আসবে। এখন তারা যদি বলে তাদের সরিয়ে রাখার বিষয়, সরিয়ে কে রাখছে? বেগম জিয়াকে আদালত দণ্ড দিয়েছেন। জেলে আছেন আদালতের আদেশেই।’

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *