থাইল্যান্ডে বাসে অগ্নিকান্ড, নিহত ২০

থাইল্যান্ডে আজ সকালে একটি বাসে আগুন লেগে ২০ জন অভিবাসী কর্মী নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩ জন । সেখানকার পুলিশ জানিয়েছে নিহতরা সবাই মিয়ানমারের নাগরিক।

মটর জেলার পুলিশ স্টেশনে প্রধান কৃষ্ণকোণ ড্যান-উডম বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাসটিতে মিয়ানমারের ৪৭জন অভিবাসী কর্মী ছিল, তারা আইনগতভাবে কাজ করার জন্য সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছিল। এরপর বাসটিতে হঠাৎ আগুন ধরে গেলে ২০জন নিহত ও তিন জন গুরুতর আহত হয়। তবে বাকি যাত্রীরা অক্ষত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, থাইল্যান্ডে বর্তমানে তিন মিলিয়নেরও বেশি অভিবাসী কর্মী রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ দরিদ্র প্রতিবেশী মিয়ানমারের নাগরিক। তাদের অধিকাংশ সকালে এসে কাজ শেষ করে সন্ধ্যায় আবার দেশে ফিরে যায়।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *