অ্যাপভিত্তিক অটোরিকশা সেবা ‘হ্যালো’ চালু হচ্ছে আজ

আজ মঙ্গলবার থেকে উবার, পাঠাও -এর মতো অ্যাপভিত্তিক অটোরিকশা সেবা ‘হ্যালো’ চালু হচ্ছে ।

বিআরটিএ অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। প্রথম দুই কিলোমিটার ৪০ এবং পরের প্রতি কিলোমিটার ১২ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি মিনিটের ওয়েটিং চার্জ ২ টাকা ধরা হয়েছে।

এর মাধ্যমে ভাড়ার পরিমাণ ও গন্তব্য নিয়ে চালক-যাত্রী বাকবিতণ্ডার অবসান হবে বলে আশা করা হচ্ছে।

‘হ্যালো’র বিপণন বিভাগের পরিচালক রাকিবুল হাসান জানান, অ্যাপস ব্যবহারের জন্য শতকরা ১৫ টাকা দিতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকে। মঙ্গলবার থেকে গুগল অ্যাপস স্টোরে ‘হ্যালো’ অ্যাপটি পাওয়া যাবে।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াৎ দুলাল বলেন, প্রাথমিকভাবে পাঁচ শতাধিক চালককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। যারা এ সেবায় আসতে চাইবেন তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

বিআরটিএর মুখপাত্র মাহবুব-ই রব্বানী বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার হার মেনে অটোরিকশা অ্যাপ দিয়ে চলতে পারলে সেটি তো খুবই ভালো।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *