শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে রংপুরে ছাত্রজোটের বিক্ষোভ
চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস বন্ধে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁসের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগর প্রদক্ষিণ শেষে পূনরায় প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়। ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সভাপতি প্রদীপ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আশিকুল ইসলাম তুহিন, বোংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলার সাবেক আহবায়ক প্রত্যয়ী মিজান। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি।
নেতৃবৃন্দ বলেন, সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস আজ মামুলি ব্যপারে পরিণত হয়েছে। চলমান এএসসি পরীক্ষার শুরুতেই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আন্দোলন কওে আসছে, যাতে এবারের পরীক্ষায় প্রশ্নফাস না হয়। কিন্তু আমরা দেখলাম ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস হয়েই যাচ্ছে। প্রশ্নফাঁসের মাধ্যমে একটা শিক্ষাব্যবস্থা ধ্বংসের আয়োজন চলছে। শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস বন্ধে সম্পূর্ণরূপে ব্যর্থ।
গমাবেশ থেকে জোট নেতৃবৃন্দ অবিলম্বে ব্যর্থ শিক্ষমনÍ্রীর পদত্যাগ এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।