রাজিবপুরের চরাঞ্চলের মাঠ দিবস অনুষ্ঠিত
রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের পতিত জমিতে কৃষি উদ্যোক্তা মো: এরশাদ আলী মাস্টারের উদ্যেগে বিনা-৯,১১ জাতের সরিষা চাষ করে কৃষকরা সাফল্য অর্জন করায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্বল্প জীবকাল ব্যাপী উন্নত সরিষা বিনা-৯,১০ জাত এর প্রচার ও সম্প্রাসারণের লক্ষে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) আয়োজনে উপজেলার কোদালকাটি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের সরিষাক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্ট্রিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ডক্টর মো. জাহাঙ্গীর আলম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ আর্ন্তজাতিক স্বর্ন পদক প্রাপ্ত ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, চীফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মো. আব্দুল মালেক, বিভাগীয় প্রধান এআরইডি ডক্টও এ এফ এম ফিরোজ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুসজ্জামান, কোদালকাটি ইউপি সাবেক চেয়ারম্যান মো. আলহাজ্ব আব্দুল বারী, কৃষি উদ্যোক্তা মো: এরশাদ আলী মাস্টার, শিক্ষক আমিনুল ইসলাম প্রমূখ।