রংপুরে জমকালো আয়োজনে বাংলা চোখের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আমিরুল ইসলাম রংপুরঃ রংপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাংলার চোখের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি চত্বরে সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলিম মাহমুদ (ডিআইজি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদ বাবু সহ অন্যান্য অতিথি ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে ও কেক কেটে সংগঠন টির ১২ বছর পূর্তি ও ১৩তম বর্ষের পদার্পণের শুভ সূচনা করেন।
পরে অতিথিবৃন্দ ও সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।