রংপুরের কাউনিয়ার মমিনুর বাঁচতে চায়

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের চর নাজিরদহ গ্রামের যুবক মমিনুর অন্য আট-দশজন ছেলের মতো গার্মেন্টসে চাকুরী করতো। পিতা তবিবর রহমান ৭বছরের মাথায় মারা যাওয়ায় মাকে নিয়ে চলতো তার দিনাতিপাত। ২২বছরের টকবগে যুবক মমিনুর চাকুরী করে কিছু অর্থ যুগিয়ে বিয়ের পিড়িতে বসার যখন স্বপ্ন দেখছিল, ঠিক তখনই গার্মেন্টস কোম্পানীতে কাজ করার সময় ডান পায়ে আঘাত পায়। সেসময় চিকিৎসা করে ভাল হয় কিন্তু প্রায় ৬মাস পর হঠাৎ করে তার পা’টি ফুলতে ফুলতে কলা গাছের মতো হয়। বাধ্য হয়ে ঢাকা থেকে বাড়ি এসে জমি বন্দক রেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আঃ মোমেনের চিকিৎসা গ্রহন করে। এতে কোনো ফল না পেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজিষ্ট (ক্যান্সার রোগ বিশেষজ্ঞ) ডাঃ জাহান আফরোজা লাকীর চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার তার পা’টি কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। সময় মতো অপারেশন করাতে না পারলে তার ক্যান্সার হওয়ার সম্ভবনা রয়েছে। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৮শতক জমি ছিল তা বন্দক রেখে চিকিৎসা করা হয়েছে। এখন চিকিৎসা করার মতো একটি কানাকড়িও নেই। সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের নিকট সে সাহায্যে কামনা করেছে। সাহায্যে পাঠাতে এই নম্বরে ০১৯১০-৯০৮০৪৭ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *