মির্জা ফখরুল ও আব্বাসের জামিননামা কারাগারে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের জামিন আদেশের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে জামিননামা কারাগারে পৌঁছায়।
জামিননামার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাদের মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বিএনপির এই দুই নেতাকে আজই মুক্তি দেওয়া হতে পারে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আব্দুস সেলিম বলেন, জামিননামা আমরা পেয়েছি। যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তাদের মুক্তি দেওয়া হবে।