ভারত-চীন ডোকলাম সীমান্তে চীন হেলিপ্যাড নির্মাণ করছে – ভারতের প্রতিরক্ষামন্ত্রী
ভারত-চীন বিরোধপূর্ণ ডোকলাম সীমান্তে চীন হেলিপ্যাড নির্মাণ করছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারাম । গতকাল সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার
নির্মলা সীতারাম বলেন, ২০১৭ সালের মতো নয়, উভয় দেশই সেনা পুনরায় মোতায়েন করেছে সীমান্ত থেকে দূরে। তিনি বলেন, চীন ডোকলাম সীমান্তে হেলিপ্যাড, সেন্ট্রি পোস্ট এবং ট্রেঞ্চেস গড়ে তুলছে। শীতকালে সেনাবাহিনীর অবস্থানের সুবিধার জন্যই এটা করা হচ্ছে।
সম্প্রতি স্যাটেলাইট ইমেজে দেখা যায়, চীন ডোকলামে সাতটি হেলিপ্যাড তৈরি করছে। এ নিয়ে ভারত কী পদক্ষেপ নিয়েছে এমন এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তেজনা যাতে না বাড়ে সেজন্য চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি পতাকা বৈঠক এবং অন্যান্য সীমান্ত বৈঠক করা হচ্ছে।