বামনডাঙ্গা শিশুনিকেতন এ্যান্ড মডেল হাইস্কুল’র ইউনিট-২ ফলগাছা শাখায় দোয়া অনুষ্ঠিত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ইউনিট-২ ফলগাছা শাখার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনি সার্টিফিকেট পরীক্ষায় ্অংশগ্রহনকারী-”১৮ ব্যাচের শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ফলগাছা শাখার আয়োজনে দোয়া উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফলগাছা শাখার নিজস্ব ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ইফনিট-২ এর সহকারী শিক্ষিকা মজিরন নেছার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রভাষক আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তৃতা দেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনজামাম আযম,ফলগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (অবসর) ওলিয়ার রহমান।
এ সময় আরোও বক্তৃতা দেন বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারি পরিচালক নুর-ই-আলম সিদ্দিকি, ইউনিট-২ এর পরিচালক জসিম উদ্দিন, রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএ গাফ্ফার মোল্লা, মোসলেম আলী বসুনিয়া, খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক নুরুজ্জামান বিএসসি, জহুরুল হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর আলম মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ আলী বসুনিয়া,সাংবাদিক জাহিদুল ইসলাম,জেটিভি নিউজ ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার সুন্দরগঞ্জ প্রতিনিধি বাপ্পী রাম রায়,শিক্ষার্থী রিফাত সাদিয়া, বিদায় শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ শ্রাবন, নাহিদ হাসান অন্তর, মাইশা ফাহমিদা মিম ও নাইবুর ইসলাম নিশাত প্রমূখ।
পরে পরীক্ষার্থীসহ স্কুল সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফলগাছা হাট হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ নুর আলম মিয়া।