ফেনীতে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি: ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার দোয়া মাহফীল অনুষ্ঠীত হয় এতে দিল আফরোজ এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুর রহমমান বি কম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভ াপতি, বিশেষ অতিথি কাজী আব্দুল বারী ভারপ্রাপ্ত সভাপতি জাসদ ফেনী জেলা, কাজী মিজানুর রহমান অতিরিক্ত নির্বাহী পারিচালক হিইম্যান রাইটস এন্ড রিভিও সোসাইটি, নুরুল আফছার, সদর উপজেল্ ামুক্তীযোদ্ধ্ কমান্ডার, এডঃ জাহাঙ্গীর কবির নান্টু সভাপতি এন জি ও ফেডারেশন জেলা ফেনী, মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নজরুল একাডেমি ফেনী জেলা, মোঃ মনিরুল ইসলাম সভাপতি সোনাগাজী প্রেসক্লাব, মোঃ শাহ আলম ভুইয়া সিনিয়র সাংবাদিক শাহ জালাল রতন ,ষ্টাফ রিপোটরি দৈনিক সমকাল, নুরুল আফছার সোহাগ সাবেক সভাপতি হেযভুত তওহীদ ফেনী জেলা, শেখ রাসেল জেটিভি ফেনী প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *