পুনরায় মিসরের প্রেসিডেন্ট হলেন সিসি
৯৭ ভাগ ভোট পেয়ে পুনরায় মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি।
রয়টার্সসূত্রে জানা যায়, গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছে ৪১ ভাগ। এই নির্বাচনে তার বিরুদ্ধে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
গতকাল সোমবার মিসরের নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। তার প্রতিদ্বন্দ্বী তার সমর্থক হিসেবেই পরিচিত। গত জানুয়ারিতে তার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। আর মূল প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তার করা হয়।