নবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ,কে,এম আজিজুল হকের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার(ভুমি) মোঃ আরাফাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জুর রহমান, উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, থানার ওসি(তদন্ত) মোঃ সামছুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ রেফাউল আজম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও জনপ্রতিনিধি অংশ গ্রহন করে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *