নবাবগঞ্জে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা
মোহাম্মদ হাসিম উদ্দিন নবাবগঞ্জ: দিনাজপুরে নবাবগঞ্জে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০ঘটিকায় নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউক) এর আয়োজনে ২০১৮ সালের এস এস সি/ দাখিল /ভোকেশনাল এর কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে দিদউক এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো.মাসুদ আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো.শিবলী সাদিক এমপি।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, থানা ইনচার্জ সুব্রত কুমার প্রমুখ।