ঠাকুরগাঁও অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ : ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের ইয়াকুব পুর এলাকায় অটোচার্জার গাড়ির ধাক্কায় বিথি (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় কালুক্ষেত্র বড়তলা বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অটোচার্জার গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এসময় এলাকাবাসি রাস্তা অবরোধ করে রাখে।
স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক শারমিন আক্তার বাচ্চাটিকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানাযায়, সদর উপজেলা ইয়াকুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শেণীর শিক্ষার্থী বিথি (৭) স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গেলে একটি অটোচার্জার শিশুটিকে জোরে ধাক্কা দেয়। বিথি (৭) ইয়াকুব পুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। বাজারের লোকজন বিথিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপরদিকে কালুক্ষেত্র বাজার এলাকার লোকজন অটোচার্জার গাড়িটি চালককে আটকে রাখে। এসময় উত্তেজিত জনগণ রাস্তায় গাছের গুড়ি দিয়ে প্রায় দেড় ঘন্টা রাস্তা অবোরধ করে রাখে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় ও অটোচার্জার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে