কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ-মিছিল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ-মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে এ মিছিল বের হয়।
এতে বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে কাকড়াইল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে ফের বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
প্রায় তিন মাস ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভী অবস্থান করছেন। এখান থেকেই তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে ৬৫টির বেশি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ জজ আদালদ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।
ওই দিন বিকাল থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি নেত্রী।