কুড়িগ্রামের উলিপুরের মাদ্রাসা ছাত্র মেহেদী বাঁচতে চায়

কাউনিয়া প্রতিনিধি,রংপুর : কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দড়িকিশোরপুর গুচ্ছ গ্রামের মাওলানা মোঃ জয়নাল আবেদীন এর পুত্র মাদ্রাসা পড়–য়া মেধাবী ছাত্র মোঃ মেহেদী হাসান(১২) হৃদ রোগে আক্রান্ত দারিদ্র ঘরে জন্ম নেয়া শিশুটি বাঁচতে চায়। মেহেদী হাসানের হার্টের পাঁচটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে শিশুটি অর্থাভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ রোগের উন্নত চিকিৎসা করতে ভারতে যেতে হবে, খরচ প্রায় পাঁচ-ছয় লাখ টাকার বেশী। গরীব অসহায় দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগান দেয়ার কোন সামর্থ্য নেই। শিশুটির পিতা জয়নাল আবেদীন জানান, ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। পড়াশুনায় সে খুব ভালো ছিল। সব সময় হাস্যজ্জল মুখ নিয়ে স্কুলে যেতো আসতো। আজ সে বিছানায় নিরুত্তাপ শুয়ে আছে। ওর দিকে তাকাতে পারছি না। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আমার শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন। ছেলেটার চিকিৎসায় সহযোগীতা করুন। শিশুটির মা জানান, আমার স্বামী সারাদিন যা আয় করে তা দিয়ে কোন মতে সংসার চলে। সমাজের বিবেকবান ও বিত্তবানদের কাছে আবেদন আমার শিশুসন্তানটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতার হাত বাড়াবেন এই আশা করছি। আপনারাই পারেন আমার শিশুটিকে আর্থিক সাহায্য করে ভাল করে তুলতে। শিশু মেহেদী হাসানের চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- মাওলানা মোঃ জয়নাল আবেদীন, সোনালী ব্যাংক, উলিপুর শাখা, কুড়িগ্রাম। হিসাব নং- ০০২১৭৩৩৫৬ এছাড়াও বিকাশ নম্বর- ০১৯৬৬ ৯৬৫৮০৩ (ব্যক্তিগত) ও ডাসবাংলা নম্বর- ০১৯৩৩ ৩৫৯০৯৩৬-৭। প্রয়োজনে যোগাযোগ মোবাইল নম্বর- ০১৭১৮ ৬১৯৭৪৬।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *