কিড মুড দূরে রাখবে শিশুদের নিষিদ্ধ কিছু থেকে

কিড মুড দূরে রাখবে শিশুদের নিষিদ্ধ কিছু থেকে

কিড মুড দূরে রাখবে শিশুদের নিষিদ্ধ কিছু থেকে

বেশিরভাগ ক্ষেত্রে বাবা-মায়ের স্মার্টফোন বা ট্যাবটি শিশুদের খেলার সঙ্গী। এমন ডিভাইস ব্যবহার করে শিশুরা অনুপযোগী কিছু দেখছে কিনা তা নিয়ে অভিভাবকরা চিন্তায় থাকেন। তবে কৌশল জানা থাকলে এ চিন্তা থেকে মিলবে মুক্তি।

এ জন্য ফোনে ইন্সটল করে নিতে হবে ‘কিড মুড’ নামের অ্যাপটি।

শিশুদের হাতে ফোন দেয়ার আগে অ্যাপটি চালু করে দিতে হবে। তাহলে শিশুরা অনুপযোগী কিছু দেখা বা ব্যবহার করার সুযোগ পাবে না স্মার্টফোনে।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো

১. এটিতে শিশুদের উপযোগী ভিডিও দেখা, গেইম খেলা ও ছবি আঁকার সুবিধা রয়েছে।

২. অ্যাপটি চালু করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এতে অভিভাবকদের নাম, মেইল আইডি, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। তারপর শিশুর জন্য প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করে শিশুর নাম ও বয়স নির্ধারণ করে দেয়া যাবে।

৩. শিশুরা অ্যাপটি ব্যবহার করার সময় চাইলে ফোনে থাকা অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারবে না। কেননা অ্যাপটি বন্ধ করতে অভিভাবকদের দেয়া পাসওয়ার্ডের প্রয়োজন হবে।

৪. অ্যাপটি ইউজার ইন্টারফেস সুন্দর ও শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে।

৫. অ্যাপটিতে পরে লগইন করে অভিভাবকরা দেখে নিতে পারবেন শিশুটি কত সময় কোন গেইম খেলেছে বা কোন ভিডিও দেখেছে।

অ্যাপটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লেস্টোর থেকে।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *