কাউনিয়ায় দুদক কমিশনারের মতবিনিময় সভা
মিজান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪শে এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার মোঃ নাসির উদ্দিন আহাম্মেদ। মতবিনিময় সভার বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক মোঃ মনিরুজ্জামান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু রাফা মোঃ আরিফ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিউনিটি এ্যাকশন কো-অডিনেটর মোঃ আলী রেজা, সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা মোঃ সুরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন অর রশীদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ। মতবিনিময় সভায় কমিশনার সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জনপ্রতিনিধিদের মতামত গ্রহন করেন এবং সচেতনতা মূলক অনিয়ম ও দুর্নীতির নানা দিক নিয়ে বিষদ আলোচনা ও পরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সহ সকলের সহযোগিতা কামনা করেন।