কাউনিয়ায় এতিম পরিবারদের ও শিশুক্লাবের মাঝে খাদ্য-ক্রীড়া সামগ্রীবিতরণ

 

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ইসলামিকরিলিফ বাংলাদেশ “আলো প্রজেক্ট ফেস-২” এর আয়োজনেবুধবার (৯ই মে) বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামেপবিত্র মাহে রমজান উপলক্ষে ৫শ’ এতিম পরিবারের মাঝেখাদ্য সামগ্রী ও ৪৫টি এতিম শিশু ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রীবিতরণ করা হয়েছে।

বিতরণ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যানআলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু’র সভাপতিত্বে বক্তব্য রাখেনউপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, ভাইসচেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডারসুরুজ্জামান, ইসলামিক রিলিফের আলো প্রজেক্ট এর কো-অডিনেটর খবিরুল হক কামাল, জেলা ব্যবস্থাপকআকরামুজ্জামান স্বাধীন। অনান্যের মধ্যে বক্তব্য রাখেনবালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুরইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষেউপজেলার ৫শ’ এতিম পরিবারের মাঝে ২০ কেজি চাল,২কেজি ডাল, ২কেজি তেল, ৩কেজি চিনি, ৩কেজি ছোলাবিতরণ করা হয়। এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশ“আলো প্রজেক্ট ফেস-২” এর উদ্দ্যেগে উপজেলার ৪৫টি এতিমশিশু ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট বল-ব্যাট, ডাবা, লুডু,ক্যারাম বোর্ডসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *