আলভেস নিষিদ্ধ তিন ম্যাচের জন্য
ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ পিএসজি এর ডিফেন্ডার দানি আলভেসকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে । গত সপ্তাহে লিও’র বিপক্ষে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। ঐ ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে পিএসজি।
গতকাল এলইপির ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে লাল কার্ড পাওয়া আলভেসকে পরবর্তী তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলীয় ডিফেন্ডার আগামীকাল মন্টিফিলারের সঙ্গে পিএসজির হোম ম্যাচে অংশগ্রহণ থেকে বঞ্চিত হবেন। সেই সঙ্গে খেলতে পারবেন না আগামী মঙ্গলবার রেনিসে লিগ কাপের সেমিফাইনাল ও ৩ ফেব্রুয়ারি লিলিতে লিগের ম্যাচ।
বর্তমানে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর সঙ্গে আট পয়েন্টের ব্যবধান নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে পিএসজি।